Top
সর্বশেষ

খেরসনে লুটপাট চালাচ্ছে রুশ বাহিনী: গার্ডিয়ান

০৬ নভেম্বর, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
খেরসনে লুটপাট চালাচ্ছে রুশ বাহিনী: গার্ডিয়ান
আন্তর্জাতিক ডেস্ক :

দখলকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক লুটপাট চালাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। খেরসনে ইউক্রেন ও রুশ বাহিনীর বড় ধরনের রক্তক্ষয়ী লড়াইয়ের জড়াচ্ছে খুব শিগগির। তার আগে শহরটি থেকে অ্যাম্বুলেন্স, ট্রাক্টর ও প্রাইভেটকার চুরি করে নিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, খেরসনের জাদুঘর থেকে ভাস্কর্য চুরি যাওয়ার মতোও ঘটনা ঘটছে।

চূড়ান্ত লড়াইয়ের আগে রাশিয়ার সেনারা লুট করা মূল্যবান জিনিসপত্র ডিনিপার নদী পেরিয়ে অন্যদিকে সরিয়ে নিচ্ছে। আর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নামে জোরপূর্বক স্থানান্তরের অভিযোগ রয়েছে।

তবে অনেকে খেরসন ছাড়তে চাচ্ছে না। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা। খেরসনে একটা চাপা পরিস্থিতি তৈরি হয়েছে। দুই পক্ষ লড়াইয়ের জন্য ভারি অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে বলে কয়েক দিন ধরে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় দখলে নেওয়া খেরসনে ২৪ ঘণ্টার কার ফিউ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর আগে খেরসনে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করতেন। তবে এখন কতজন বাসিন্দা রয়ে গেছে তার প্রকৃত হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। ডিনিপার নদীর পশ্চিমতীরের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন সপ্তাহগুলোতে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা বাড়ছে। ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের প্রবেশপথ হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ খেরসন শহর।

শেয়ার