Top

নওগাঁর রাণীনগরে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

০৬ নভেম্বর, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
নওগাঁর রাণীনগরে ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৫ ঘন্টা পর ফসলের মাঠ থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন আকন্দ জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, শনিবার বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার সকাল আনুমানিক ৭ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের লাশ পড়ে আছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ লাশ উদ্বার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর সঠিক কারন জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

শেয়ার