Top

চরফ্যাশনে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর, ছিনতাইয়ের ঘটনা

০৭ নভেম্বর, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
চরফ্যাশনে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর, ছিনতাইয়ের ঘটনা
ভোলা প্রতিনিধি :

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে ভোলার চরফ্যাশনে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর করে মোবাইল, টাকা, বেস লাইট ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে গেছে একদল সন্ত্রাসীরা।

গত শনিবার রাত ১০ থেকে সোয়া ২ টা পযর্ন্ত চরফ্যাশন টিবি স্কুল, জালাল মহাজন বাড়ির চৌমুহনী ও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ভোলার চরফ্যাশন পৌরসভা যুবদল নেতা মো. আবুবকর সিদ্দিক মিল্টন, মো. রাসেদুল হাসান নয়ন, মো. জামাল উদ্দিন, মো. মুজাহিদ, নজরুল ইসলাম সুজন, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজি, ছাত্রদল নেতা মীর আরিয়ান আবিদ, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল শাহাবুদ্দিন মাদ্রাজী, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির হোসেন ও সাধারন সম্পাদক মো. সুজন হাওলাদার, হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম, ছাত্রদল সভাপতি মো. সবুজ, ছাত্রদল ওয়ার্ড সভাপতি সাকিব এবং অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

হামলার শিকার নেতাকর্মীরা জানান, বরিশাল বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন পৌর শহরের ৫ নং ওয়ার্ডস্থ জালাল মহাজন বাড়ির চৌমুহনী এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী তাদের বহন করা একটি মাইক্রোবাস ভাংচুর করেন। এ সময় তাদের মারধর করে যুবদল নেতা আবুবকর সিদ্দিক মিল্টনের পকেট থেকে সাড়ে ৭ হাজার টাকা ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন মাদ্রাজী পকেট থেকে একটি দামী মোবাইল সেট ও ২৯ হাজার টাকা নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা মাইক্রোবাস চালককেও মারধর করেন।

এছাড়া মারধরের শিকার কর্মীরা জানান, বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে ভোলার চরফ্যাশন বাসস্ট্যান্ড নামলে ৮/১০ জন দুর্বৃত্ত মারধর করে মোবাইল ও মানিব্যাগসহ ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাদেরকে বেধড়ক মারধর করেন। মারধরে গুরুতর সুজন হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

তারা আরও বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রাত সোয়া ২ টার দিকে ভোলার চরফ্যাশন পৌর শহরের টিবি স্কুল সংলগ্ন সড়কে তাদেরকে বহন করা মাইক্রোবাস থেকে নামিয়ে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় ৬/৮ জন সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা মাইক্রোবাস চালকেও মারধর করেন।

বরিশাল গণসমাবেশ থেকে ফেরার পথে গত শনিবার রাতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের মারধর ও টাকা ছিনতাই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/এমআই

শেয়ার