Top
সর্বশেষ

ইরানের ড্রোন নিয়ে ইইউ নেতার সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

০৭ নভেম্বর, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
ইরানের ড্রোন নিয়ে ইইউ নেতার সঙ্গে জেলেনস্কির ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের নেতার সঙ্গে রোববার ইরানের ড্রোনসহ বিভিন্ন ইস্যুতে ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন দের ভেইয়েনের সঙ্গে ইউক্রেন-রাশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা বলেন। খবর আনাদোলুর।

এ সময় জেলনস্কি শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধি, ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদানসহ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার অনুরোধ করেন ইইউ নেতাকে।

জেলেনস্কি আরও বলেছেন, ‘আমরা বুঝতে পারছি রাশিয়া আমাদের অবকাঠামোর ওপর, বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ওপর আবারও বড় ধরনের হামলা চালানোর জন্য সেনা সমাবেশ করছে।

এ হামলা চালানোর জন্য আলাদাভাবে রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র প্রয়োজন। আমরা এর জবাব দিতে প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার