Top
সর্বশেষ

শেরপুরে দুই সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
শেরপুরে দুই সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেরপুর প্রতিনিধি :

সারাদেশে প্রধানমন্ত্রী একযোগে একশত সেতু উদ্বোধনের মধ্যে শেরপুরেরও ২ টি সেতু উদ্বোধন করেছেন। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার ওই ২টি সেতু উদ্বোধন করা হয়।

জানাগেছে, শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নের পোড়াদাহ এলাকায় একটি ১২৫.৫০০ মিটার ২০ কোটি টাকা এবং একই এলাকার শিমূলতলীতে একটি ১২৫.৫০০ মিটার ১৯ কোটি টাকা ব্যায়ে এ সেতু দুটি নির্মাণ করা হয়।

সেতু দুটি গত ২০২০ সালের ৪ জুলাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এরপর সম্প্রতি এর কাজ শেষ করা হয়। কাজ চলাকালে সেতুর জন্য ব্যবহৃত বিভিন্ন মালামাল নিম্নমানের হওয়ায় তৎকালে শেরপুর সদর আসনের সংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক কিছুদিন কাজ বন্ধ রেখেছিলেন। পরবর্তিতে উন্নত মালামাল দিয়ে এ সেতুর নির্মান কাজ শুরু করতে বাধ্য হয় মোজাহার এন্টারপ্রাইজ নামের সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান।

সেতু দুটি উদ্বোধন হওয়ায় স্থানীয়দের পাশাপাশি এ সড়কে চলাচলরত হাজার হাজার মানুষের নির্বিঘ্ন চলাচলে সুবিধা হয়েছে বলে জানায় স্থানীয় ও যাত্রীরা। কারণ এখানে আগে দুটো ডাইভার্সান সড়ক থাকায় প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যেতো। ফলে প্রায় ১৫-২০ দিন সকল প্রকার যান চলাচল বন্ধ থাকতো। এতে ওই সড়কে শেরপুর থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা এবং উত্তর বঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাপক দুর্ভোগের শিকার হতো জন সাধারণ। সেইসাথে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ থাকায় দ্রব্যমূল্যেও এর প্রভাব পড়তো।

এদিকে এ সেতু দুটি উদ্বোধন হওয়ায় স্থানীয়দের পাশাপাশি এ সড়কে চলাচলরত সকল শ্রেণির যাত্রী সাধারণ স্বস্তি প্রকাশ করেছে।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেতু দুটির নির্মাণ ব্যায় প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়েছে। এর নির্মাণ কাজ আরো কয়েক মাস আগে শেষ করা হলেও সোমবার তা প্রধান মন্ত্রী উদ্বোধন করলেন।

এ সেতু নির্মাণের ফলে শেরপুর-জামালপুরের সাথে নির্বিঘ্ন যান চলাচলের সুযোগ স্মৃষ্টি হয়েছে।

শেয়ার