বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, দেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার হরণ করা হয়েছে। নির্ভয়ে বাংলার মানুষ কথা বলতে পারে না। একদলীয় শাসন কায়েম হয়েছে। দেশের জনগণ গণতন্ত্র ফেরত চায়। তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা ৫ বিভাগে বড় গণসমাবেশ করেছি। আমাদের শক্তি ন্যায়ের শক্তি। আমরা শান্তিপুর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং শান্তিপুর্ন রাজনীতি করি। ইলেকশন কমিশন সরকারের নির্দেশ মানছে, এ সরকারে মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না।
বিভিন্ন দেশে বিরোধীদল হরতাল ডাকে, কিন্তু বাংলাদেশে সরকারী দল হরতাল ডাকে। ১৯ নভেম্বর সিলেটের বিভাগীয় সম্মেলনকে হরতাল অবরোধ আসতে পারে। সব বাঁধা অতিক্রম করে গণসমাবেশকে সফল করে তুলতে সবার প্রতি আহবান জানান তিনি। সুনামগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে’র সেমিনার হলে সিলেটের জনসমাবেশকে সফল করে তোলার লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র যুগ্ম মহাসচিব রাখেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি’র বক্তব্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য মিজানুর রহমান মিজান। অন্যান্যদের বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজির হোসেন, জেলা বিএনপি’র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ড. জিয়াউর রহমান শাহীন, সহ সভাপতি নুর হোসেন, আবুল কালাম আজাদ, গণেন্দ্র চন্দ্র সরকার, রেজাউল করিম, আনসার উদ্দিন , আব্দুল মোতালেব খান, এড. মাসুক আলম, নাদের আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।