Top
সর্বশেষ

চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৮ নভেম্বর, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুর প্রতিনিধি :

‘টেকসই উন্নয়নে- নবায়নযোগ্য জ্বালানী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখা। শহরের ষোলঘরস্থ আইডিইবি জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। শোভাযাত্রায় আইডিইবি প্রকৌশলী, শিক্ষক-শিক্ষিকা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে বেলা ১১টায় আইডিইবি জেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী। আইডিইবি চাঁদপুর জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভুঁইয়ার সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মো. আলী নুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

প্রতিপাদ্য বিষয়ের উপর ধারণামূলক বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল রেখে চলতে হলে আমাদের দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।তাই দেশের স্বার্থেই সর্বক্ষেত্রে দক্ষ লোক প্রয়োজন। উন্নত বাংলাদেশ গঠন করতে হলে আমাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে আরো সমৃদ্ধ করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে দক্ষতার পরিচয় দিব। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। তবে ইঞ্জিনিয়ার হবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। আমাদের মন ও মননে দেশ প্রেম থাকতে হবে।

বক্তারা আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের আইডিয়া এবং বিষয়টি সরকারের নিকট প্রথম তুলে ধরেছে আমাদের সংগঠন। এই বিষয়টি নিয়ে আমরা দেশব্যাপী অনুষ্ঠান করেছি। সরকারের যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে, এতে প্রকৌশলীদের অবদান রয়েছে। বাস্তবায়নকৃত উন্নয়ন কাজের ৮৫ভাগই করেছে প্রকৌশলীরা। কোন কাজের প্রাথমিক ধারণা ডিপ্লোমা প্রকৌশলীরা দিয়ে থাকেন।

শেয়ার