Top

চাঁদপুরে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২

০৮ নভেম্বর, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
চাঁদপুরে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২
চাঁদপুর প্রতিনিধি :

আগামী ৯ নভেম্বর চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসা

মো. হেদায়েত উল্যাহ। ৮ নভেম্বর সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলার বিষয়ে লিখিত বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। আগামী ৯ নভেম্বর সদর উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি আরো জানান, মেলায় মোট ৪টি প্যাভিলিয়ন থাকবে। এ মেলায় প্রতিটি প্যাভিলিয়নকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১ নং প্যাভিলিয়নে উদ্যোগ এবং স্টার্টআপ, ২নং প্যাভিলিয়নে ডিজিটাল সেবা, ৩নং প্যাভিলিয়ন হাতের মুঠোয় সেবা), ৪নং প্যাভিলিয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান। এতে অন্তর্ভুক্ত সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। ৩টি ক্যাটাগরি থেকে ১ম ২য় ও ৩য় নির্বাচন করা হবে। নির্বাচিতরা জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে।

নির্ধারিত সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং জনসাধারণের উপস্থিতি ডিজিটাল উদ্ভাবনী মেলাকে প্রানবন্ত করে তুলবেন। এ লক্ষ্যে চাঁদপুরে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরর্শেদ আলম রোকন, দৈনিক চাঁদপুর সময়ের বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক চাঁদপুর খবরে সিনিয়র স্টাফ রিপোর্টার ইমাম হোসেন, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল হক প্রমুখ।

শেয়ার