Top
সর্বশেষ

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০৮ নভেম্বর, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির টাকা এবং একটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

৮ নভেম্বর মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রদীপ মন্ডল এর সার্বিক তত্বাবধানে এসআই মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন প্রকাশ রাজন(৩৫) ও মোঃ রাকিব (২৭) কে ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ আটক। আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন প্রকাশ রাজন গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা এলাকার দেওয়ান বাড়ির মৃত শাহজাহান দেওয়ানা ছেলে এবং মাদক ব্যবসায়ী মোঃ রাকিব পৌর এলাকার কাছিয়াড়া পাটওয়ারী বাড়ির মোঃ আলী হোসেনের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবা ও মাদক বিক্রির টাকা এবং একটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার