Top

ফরিদপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

০৮ নভেম্বর, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু
চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে পানিতে ডুবে সামবির সিকদার নামে (৬) বছর বয়সী এক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঐ ইউনিয়নের এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে শিশুটি মারা যায়।

সামবির এম পি ডাঙ্গী গ্রামের স্থায়ী বাসিন্দা সুরুজ সিকদারের ২য় সন্তান।শিশুটির পরিবারের বরাত দিয়ে তার সম্পর্কে (দাদা) হায়দার সিকদার জানায় নদী ভাঙনের পর তাদের নদীর তীরবর্তী জমিতে শিশুটির পিতা পরিবার নিয়ে প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছে।ঘটনার আধাঘন্টা পূর্বে শিশুটির বাবা ছেলেকে গোসল করিয়ে বাড়িতে রেখে আসে।কিছু সময় পরে আব্দুর রশিদ নামে স্থানীয় এক রিক্সা চালক শিশুটিকে পানিতে হাত নারতে দেখে।পরে সে ও শিশুটির পিতা স্থানীয়দের সহায়তায় পানিতে নেমে সামবিরকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পরিক্ষা নিরিক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিত্ধসঢ়;সক ডা.নাহীদ বাদশা শিশুটিকে মৃত ঘোষনা করেন।ধারনা করা হচ্ছে খেলাচ্ছলে শিশুটি পানিতে পরে যায়।শিশুটির পিতা পেশায় মৎস্যজীবী তার বড় ছেলে সারিদ(১১)চতুর্থ শ্রেনীর ছাত্র ও ছোট ছেলে সিয়ামের বয়স ১বছর।ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

শেয়ার