Top
সর্বশেষ

মেধাবীদের টানতে নাগরিকত্বের দুয়ার খুলছে আমিরাত

৩১ জানুয়ারি, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
মেধাবীদের টানতে নাগরিকত্বের দুয়ার খুলছে আমিরাত

নির্বাচিত বিদেশিদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

স্থানীয় সময় শনিবার ইউএইর প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দেশটির এ পরিকল্পনার কথা জানান।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নির্বাচিতদের নাগরিকত্ব দেয়া হলেও নতুন পাসপোর্ট পাওয়া এ ব্যক্তিরা রাষ্ট্রীয় জনকল্যাণমূলক ব্যবস্থার সুফল পাবেন কি না, তা নিশ্চিত নয়।

কোন শ্রেণি বা পেশার বিদেশিরা নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হবেন, তা জানান মাকতুম।

তিনি জানান, নাগরিকত্ব আইনের সংশোধনী আনার মাধ্যমে বিনিয়োগকারী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখকসহ বিশেষায়িত পেশার মানুষকে সপরিবারে নাগরিক হওয়ার সুযোগ দেয়া হবে।

দুবাইয়ের শাসক জানান, প্রতিটি ক্যাটাগরির জন্য সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্যদের নাগরিক হিসেবে মনোনয়ন দেবে ইউএইর মন্ত্রিসভা, বিভিন্ন আমিরাতের আদালত ও নির্বাহী পরিষদগুলো।

আইনের সংশোধনী অনুযায়ী, ইউএইর নতুন পাসপোর্ট পাওয়া লোকজন দ্বৈত নাগরিক থাকতে পারবেন।

ইউএই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে প্রতিভাধর ও যোগ্যদের মূল্যায়ন এবং মেধাবীদের টানতে আইনে সংশোধনী আনা হয়েছে।

প্রায় এক কোটি জনসংখ্যার দেশ ইউএইতে মাত্র ১১.৬ শতাংশ আমিরাতি আরব। দেশটিতে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক আছে, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া থেকে যাওয়া।

বিদ্যমান আইন অনুযায়ী, আমিরাতে বিদেশিরা কয়েক বছরের জন্য ভিসা নবায়নের সুযোগ পান। তবে গত কয়েক বছরে ভিসা নীতি নমনীয় করা হয়েছে।

এ নীতি অনুযায়ী, সুনির্দিষ্ট বিনিয়োগকারী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘমেয়াদে থাকার অনুমতি দেয়া হচ্ছে।

শেয়ার