Top

১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০৯ নভেম্বর, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রংপুর প্রতিনিধি :

প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকৃতরা হলো, নগরীর সাতমাথা এলাকার কালা মিয়ার ছেলে মমিনুর ইসলাম কাজল ও জুম্মাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহজাহান কামাল ওরফে মানিক।

 

বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেনের নেতৃত্বে সকালে নগরীর সাতমাথা শনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলামের কাছ থেকে ৩১৪ পিস ইয়াবা এবং জুম্মপাড়া ক্যাপ্টেন রোডে শাহজাহান কামাল ওরফে মানিকের কাছ থেকে ২ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই দুই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আদেশ দেন।

শেয়ার