মরমি সাধক ফকির লালন শাহকে নিয়ে গবেষণার জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে ফ্রান্স থেকে লালনের দেশ কুষ্টিয়ার দৌলতপুরে সাধুসঙ্গে আসেন দেবোরাহ জান্নাত। সাধুসঙ্গে এসে লালন দর্শনের প্রেমে পড়ে যান তিনি। সত্যের সন্ধানে দেবোরাহ জান্নাত পৃথিবীর বহুদেশ ঘুরে এসে লালন দর্শনে শান্তি ও আপন ঠিকানা খুঁজে পেয়েছেন। সাধুগুরুদের জীবনাচারে খুঁজে পেয়েছেন প্রশান্তি। পরে আর ফিরে যায় নি ফ্রান্সে।
প্রখ্যাত বাউল ফকির নহির শাহের শিষ্য হয়ে থেকে যান কুষ্টিয়ায়। অবিবাহিত হওয়ায় গুরুর দেবোরাহ জান্নাত তার গুরু নহির শাহের আস্তানায় বসবাসকারী নহির শাহর আরেক শিষ্য রাজনকে বিয়ে করেছেন। এজন্য দেবোরাহ কিউকারম্যান নামা পরিবর্তন করে হয়েছেন দেবোরাহ জান্নাত। গুরুর কাছে আত্মিক শান্তি ও সৃষ্টি রহস্য খুঁজতে দীক্ষা নিচ্ছেন দেবোরাহ। ফকির লালন শাহকে যতই জেনেছেন ততই তার প্রেমে পড়েছেন দেবোরাহ। বেড়েছে শ্রদ্ধাভক্তি ও প্রেমবোধ।
দেবোরাহ জান্নাত ফরাসি দেশের রাজধানী প্যারিসের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। মা চিকিৎসক এবং বাবা প্রতিষ্ঠিত সুনামধন্য ব্যবসায়ী। ছোট থেকেই সে খুবই মেধাবী ছিলেন। ক্লাসে বরাবরই প্রথম হতেন। ছোটবেলা থেকেই তিনি ব্যাতিক্রম, পরিশ্রমী, মানবিক, স্পষ্টবাদী ও প্রতিবাদী ছিলেন। দেবোরা একজন ভালো ট্রান্সলেটর। দেশে থাকাকালীন ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করেছেন। বাংলাদেশে এসেও তিনি অনুবাদের কাজ করেছেন। দেবোরাহ দর্শনে এমএ এবং ইয়োগার শিক্ষক ছিলেন। ২০০৭ সালে লন্ডন কিংস্টোন ইউনিভার্সিটি থেকে নৃতত্ত্বে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। সিনেমায়ও কাজ করছেন।
দেবোরাহ জান্নাতের গুরু ফকির নহির শাহ বাংলাদেশের একজন প্রবীণ লালনভক্ত সাধক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৮৩ সালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের দীঘিরপাড়ে ‘হেম আশ্রম’ প্রতিষ্ঠা করেন তিনি। আধ্যাত্মিক চর্চাই এখন তার জীবনের একমাত্র ব্রত। গুরু নহির শাহের ভাতিজা ও শিষ্য রাজন ফকিরের সাথে দেবোরাহ জান্নাতের বিয়ে হয়েছে। হেম আশ্রমের পাশে দীঘিরপাড়ে বাড়ি করেছেন দেবোরাহ। স্বামীকে নিয়ে সুখে শান্তিতে আছেন। নিজের থাকার ঘরটিতে ফরাসি সংস্কৃতির ছোঁয়া। তাকে সাজানো সারি সারি বই।
দেবোরাহ জান্নাত বলেন, আমি যখন গুরুর হেম আশ্রমে প্রথম প্রবেশ করি তখন গুরু স্বাগতম জানালেন। তিনি তারপাশে বসার জায়গা দিলেন। তাদের ব্যবহার, চালচলন ও অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হলাম। তখন আমার কাধ থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেলো। আমিও আমার গন্তব্য খুঁজে পেলাম, গুরু খুঁজে পেলাম। গুরুর সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পেরেছি। গুরু সমাজের সবাই আমাকে খুব ভালোবাসে। আমাদের গুরু সবাইকে জায়গা দেয়, কাউকে বাদ ফেলে না। সারাদেশে ও বিদেশ থেকেও অনেকে আসেন গুরুর আশ্রমে। আমিও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে গুরুর আশ্রমে এসেছিলাম।
আমি শান্তি খুঁজে পেয়েছি লালন দর্শনে। তাই আর ফ্রান্সে ফিরে যাবো না। লালনের দেশ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গুরুজি নহির শাহর শিষ্য হিসেবে আমৃত্য সাধুসঙ্গ নিয়ে থাকতে চাই। দেহ কেবলমাত্র সবকিছু বয়, মরে গেলে লাশ মাত্র। আমি আমার লাশ বা দেহটি এই কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরের হেম আশ্রমে রেখে দেবো। মাজার হবে এখানেই।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশে সাধুসঙ্গ দেখতে এসেছিলাম গবেষণার জন্য। কিন্তু শেষ বেলায় সিদ্ধান্ত নিতে হলো কোনটা আমার জন্য বেশি জরুরি, সামাজিক আর একটা সার্টিফিকেট অর্জন করা নাকি গুরুকে ধরে সত্যিকারে ভক্ত হওয়া। এ সময় সাধু বা সাধকের আধ্যাত্মিকতা দেখে লালন দর্শনের প্রেমে পড়ে যাই। খ্যাতি ও অর্থের মোহ পিছু ঠেলে থেকে যাই এ দেশে। মাঝে মধ্যে মাতৃভূমি ও পরিবারের সঙ্গে দেখা করতে প্যারিসে যাই। তারাও বাংলাদেশে আসেন। তাছাড়া আত্মীয় স্বজনদের সাথে ফোনে যোগাযোগ আছে।
দেবোরাহ জান্নাত বলেন, আমি বিশ্বের ৫৪টি দেশে গিয়েছি। পারিবারিক ভ্রমণ, পড়াশোনা, চাকরি, গবেষণার জন্য সেসব দেশে ঘুরেছি। সবচেয়ে বাংলাদেশকে ভালো লেগেছে। তারপর লালন দর্শনের আমার খুব ভালো লেগেছে। গুরু পেয়েছি, সাধু সমাজের মানুষের ভালোবাসা পেয়েছি। আমার গুরু খুবই জ্ঞানী একজন মানুষ। হেম আশ্রমকে আমার আপন ঠিকানা করে নিয়েছি। সাধুগুরু সমাজটাকে আমার সবচেয়ে ভালো লাগে। বাংলাদেশের প্রাকৃতিক উর্বরতা ও সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। পাখির গান, সবুজ প্রকৃতি, নির্মল বাতাস আমার খুব ভালো লাগে। বাংলাদেশ অনেক সুন্দর।
সংসার ও বিয়ের ব্যাপারে দেবোরাহ জান্নাত বলেন, আমি এবং আমার স্বামী দুজনই সাধনমুখী এবং গুরুবাদী মানুষ। তাছাড়া দুজন দুজনের মধ্যে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল। পরে গুরু আশীর্বাদে ও সাধু সমাজের আশীর্বাদে প্রয়োজনের তাগিদেই আমাদের বিয়েটা করা। বিয়ে না করে একা থাকা যায়। কিন্তু সেখানে অপূর্ণতা থেকে যায়। সাধনাকে পূর্ণ করার জন্য একজন সঙ্গী লাগে। এজন্য বিয়েটা করেছি। বেশ কয়েকবছর ধরে নিবীড় সম্পর্কের সাথেও কখনো স্বামীর সাথে অমলিন কিংবা অশোভন আচরণ হয়নি।
আমার স্বামী সাধু সমাজের সাথে অনেক আগে থেকে চলাফেরা করে আসছে। তার সাথে আমার সবকিছু মিলে যায়। একসাথে চলতে কোনো সমস্যা হয় না। আমাদের সম্পর্কটা অনেক গভীর, মজবুত এবং স্থির। দুজনে একই তালে, লয়ে ও সুরে চলি। সবকিছু মিলে আমরা সুখে-শান্তিতে-আনন্দে আছি। বাকিটা জীবন একই পথে একসাথে দুজন দুজনের হাত ধরে চলতে চাই। তার অকৃত্রিম ভালোবাসায় আমি মুগ্ধ।
তিনি বলেন, লালন শাহের সাধনার গভীরতা আমাকে মুগ্ধ করে। বাস্তবের সাথে একটা জ্ঞান তৈরি করা যায়, সেটা লালনের দর্শনের মধ্যে পেয়ে গেছি। মানুষের আচরণ-স্বভাবের আত্মসংস্কারের পথ কিভাবে তৈরি করা যায়, সেটা সুন্দর ও স্পষ্টভাবে বাস্তবের সাথে ভিত্তি করে লালন দর্শনে পেয়েছি। লালনের বাণী জানতে হলে বা সধু সমাজের চলতে গেলে ভাষা শিখতেই হবে। তাছাড়া সবার সাথে কথা বলার জন্য ভাষা শেখাটা শুরু করি। দু’সপ্তাহের মধ্যে নিজেনিজে বর্ণমালা শিখে ফেললাম। তারপর বাংলা ভাষা শেখার জন্য ক্লাস করলাম। তারপর চর্চা করতে করতে ছয় মাসের মধ্যে ভাষাটা শিখেছি। এখন বাংলা বলতে বা বুঝতে সমস্যা হয় না। শেখার পেছনে গুরু, স্বামী ও শিশুদের অবদান সবচেয়ে বেশি। আমি যখন প্রথম বাংলাদেশে আসলাম তখন বাংলা ভাষা জানতাম না। কিন্তু ভাষা না জানলেও আমি গুরুজি ফকির নহির শাহের সঙ্গে সাধুসঙ্গে গেলাম। সাধুসঙ্গতে গিয়ে সেখানকার আইন শৃংঙ্খলা ও ভাব বিনিময়ের মধ্যে যে লালন দর্শন পেলাম সেখানে ভাষার কোন বিষয় ছিলো না। লালন সাঁইজির দর্শন যারা মানে, সাধনা করে, তাদের সঙ্গে মিশতে হবে, জানতে হবে, বুঝতে হবে তবেই সৃষ্টির এ বিস্ময়কে জানা যাবে।
বিয়ের কথা শুনে ২০১৭ সালের মে মাসে বাবা ও ভাই এসেছিলেন। যাওয়ার সময় তারা বলেছিলেন যে, তোমার পছন্দ ঠিক আছে। তোমার সঙ্গে সবদিকে মিল আছে, গভীর আধ্যাত্মিক চিন্তা, নিরামিষ ভোজন, যোগসাধনা, সংগীত চর্চা। পরিবেশটি শান্ত। এরা অনেক শুদ্ধ, শিক্ষিত, ভদ্র, মমতাময়, এদের মন মানসিকতা সুন্দর। তোমার সিদ্ধান্ত স্থির হলে আমাদের আপত্তি নেই। আর আমার ভাই আমাদের বিয়ের পরে এসেছে, তাকে একটা সাধুসঙ্গে নিয়ে গিয়েছি। ওখানে ছিলাম তিন দিন। যাওয়ার সময় বলল, সহজ জীবন যাপন আসলে খুব কঠিন ব্যাপার।
আমি নিয়মিত খুব ভোরে উঠে ধ্যানে বসি। চা নাস্তা করি। রান্না করি। সংসারের প্রয়োজনীয় কাজ করি। তারপর যোগসাধনা ও আসন চর্চা করি। আশ্রমে যায়। গুরুর সাথে দেখা করি। বই পড়ি। সবকিছুই আসলে সাধনা। এভাবেই সাধনার মধ্য দিয়ে দিন কেটে যায়। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়।
দেবোরাহ জান্নাতের গুরু ফকির নহির শাহ বলেন, প্রেমময় ইশ্বর অর্থাৎ জল শূন্য মোহনা আর প্রেম শূন্য হৃদয় সমান। তাই আমাদেরকে ইশ্বর প্রেমিক হতে হবে। প্রেম এমন একটা জিনিস যার নাম ভালোবাসা। আমরা বাঙালি হিসেবে পরস্পর পরস্পরের সাথে ভাতৃত্ববোধ, হৃদ্রতা আমাদের আছে। সুদূর ফ্রান্স থেকে দেবোরাহ জান্নাত যখন আমাদের মাঝে এসে মিশলো, তখন আমাদের সাধুগুরু মহলে ঢোকার পরে বুঝলো আমাদের মধ্যে অকৃত্রিম প্রেমবোধ আছে। যেখানে সবাই মানুষ, সবাই সমান, কোনো ভেদাভেদ নেই, সবার সাথে সবার হৃদ্রতা আছে। যাকে কেন্দ্র করে দেবোরাহ আমাদের সঙ্গে সঙ্গ দিলো স্বতঃস্ফূর্তভাবে। এবং আমাদের পারস্পরিক মোহাব্বতে আবদ্ধ হয়ে গেলো। কারণ যে জিনিসটা আমাদের মধ্যে আছে সেটি হয়তো বহির্বিশ্বের অন্যকোনো দেখা পরিলক্ষিত হয়নি। আমরা লালন সাধন, এজন্য তার কাছে লালন এবং বাংলাদেশ প্রিয় বা মধুর মনে হলো। দীর্ঘদিন আমাদের ব্যবহার, চালচলন, খাদ্যাভ্যাস সহ সবকিছু তার মন মতো হওয়ায় সে এদেশেই রয়ে গেছে। আস্তে-আস্তে পরস্পর পরস্পরের সাথে ভাতৃত্ববোধ, হৃদ্রতা বেড়ে গেছে। এবং আমাদের দেশের মানুষও তাকে খুবই পছন্দ করে, ভালোবাসেন। সত্যের সন্ধানে সে পৃথিবীর বহু দেশ ঘুরে এসে তারপর বাংলাদেশে এসেছে। লালনকে বিশদ জানার জন্য আগ্রহ প্রকাশ করলে একজন সাংবাদিকের মাধ্যমে আমার সঙ্গে দেখা ও পরিচয় হয়। পরবর্তীতে সে দুই সপ্তাহব্যাপী সাধুসঙ্গ করে। লালন দর্শন সম্পর্কে আলোচনা করে। তারপর সে লালন দর্শনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। সে এখন লালনের দেখানো পথের অনুসারী। আমার আরেক শিষ্য রাজনের সাথে তার বিয়ে হয়েছে।
দেবোরাহ জান্নাত মানুষ হিসেবে খুবই ত্যাগী, মানবিক, আন্তরিক, সৎ, স্পষ্টবাদী, ধৈর্য্যশীল, ত্যাগী এবং ভালো মনের অধিকারী। মানুষ হিসেবে সকল ভালো গুণ তার মধ্যে আছে। সে আমাদের খুবই মনপুত। আমরা সবাই তাকে খুব ভালোবাসি।
দেবোরাহ জান্নাতের স্বামী রাজন ফকির বলেন, আমি দেখতে একজন বিদেশী মানুষকে বিয়ে করেছি। কিন্তু তার আচরণ, কথাবার্তা, চালচলন, মানুষের প্রতি তার ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় সে বিদেশী না। বিদেশী হিসেবে সে বাংলাদেশ এবং এদেশের মানুষকে ভালোবাসে এজন্য আমি তাকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
বিয়ে বা ঘরসংসারের ইচ্ছে বা চিন্তা ভাবনা ছিল না। আমাদের চিন্তাভাবনা ছিলো সাধুগুরুদের ভালোবাসা। আমার এবং তার উদ্দেশ্য এক ছিল। এজন্য আমাদের এই পথচলাটা সহজ হয়েছে। আমারা আলাপ আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নিই। দেবোরাহ মানুষটা খুবই ভালো, একজন সহজ সরল, সৎ এবং অনেক জ্ঞানী মানুষ। এ অঞ্চলের মানুষ তাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, সেও সবাইকে ভালোবাসে। সকলের আশীর্বাদ ও সাইজির কৃপায় আমরা সুখে-শান্তিতে আছি।