Top

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১২ নভেম্বর, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০ পিচ ইয়াবাসহ মোঃ কাইয়ুম শিকদার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার ও এএসআই হাসমত উল্লা সরকার উপজেলার আমতলী গ্রামের হান্নান মিয়ার বাড়ি থেকে ইয়াবা বিক্রির সময় কাইয়ুম শিকদারকে গ্রেফতার করে। কাইয়ুম শিকদার উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সুন্দর আলী শিকদারের ছেলে।
কোটালীপাড়া এএসআই হাসমত উল্লা সরকার বলেন, কাইয়ুম শিকদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার