Top
সর্বশেষ

শেরপুরে ৩৫ হাজার কৃষক রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন

১২ নভেম্বর, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
শেরপুরে ৩৫ হাজার কৃষক রবি মৌসুমে প্রণোদনা পাচ্ছেন
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলায় রবি মৌসুমে কৃষি পুর্নবাসনের আওতায় প্রণোদনা পাচ্ছেন ৩৫হাজার ২২০জন প্রান্তিক চাষি।এই কর্মসূচির আওতায় গম,ভুট্টা, সরিষা ও শীতকালীন পেঁয়াজসহ নানা ফসলের বীজ এবং রাসায়নিক সার পাচ্ছেন ওই সংখ্যক কৃষক।

এক মাস ধরে শেরপুরের কৃষি বিভাগ এলাকা ঘুরেঘুরে কৃষক নির্বাচন করে গত তিনদিন ধরে নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার কৃষি উৎপাদন বীজ ও সার তুলে দিচ্ছেন। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে বিশ্ব ব্যাপি সংকট হতে পারে বিবেচনায় দেশের আগামি সংকট উত্তোরণের জন্য জেলায় এত সংখ্যক কৃষকদের এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এ প্রণোদনার আওতায় বিনা মূল্যে বীজ ও সার পাবেন। প্রতিজন জনকে (বিভাগ ওয়ারি ভাগ করে) শরিষা চাষিদের ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার, গম চাষিদের ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার,ভুট্রা চাষিদের ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, পেয়াজ চাষিদের ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হচ্ছে।একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিপুটি পরিচালক ড.স্বকল্প দাস বলেছেন সরকার চাষিদের উৎপাদনে উৎসাহিত করতেই এই প্রণোদনার ব্যবস্থা করছে।শেরপুর কৃষি বিভাগ উৎপাদনের শুরু থেকে উৎপাদিত পন্য কৃষকের ঘরে পৌছা পর্যন্ত মাঠেই থাকবে।

শেয়ার