Top
সর্বশেষ

নালিতাবাড়ীতে বিনামূল্যে স্যার-বীজ বিতরণ

১৩ নভেম্বর, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
নালিতাবাড়ীতে বিনামূল্যে স্যার-বীজ বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার ( ১৩ নভেম্বর ) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২২-২৩ ইং মৌসুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫ হাজার কৃষাণ-কৃষাণীর মাঝে সরিষা, ভুট্টা, এবং পিয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আঃ সবুর, কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আঃ মজিদ, আদিবাসী নেত্রী কেয়া নকরেক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রণোদনায় অন্তর্ভুক্ত কৃষক, সাংবাদিকসহ অন্যান্য মহলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার