Top
সর্বশেষ

শেরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নীপতি খুন

১৪ নভেম্বর, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
শেরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নীপতি খুন
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের লাঠির আঘাতে আলবার্ট দাওয়ার (৪০) নামে নেশাগ্রস্ত আদিবাসী ভগ্নীপতি খুন হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) রাত ১০টায় উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আলবার্ট একই গ্রামের মজিন্দ্র‍ মারাকের ছেলে।

ওই ঘটনায়২১ বছর বয়সী শ্যালক উৎসব মারাককে পুলিশ আটক করেছে।

নিহতের পরিবারের সূত্রে পুলিশ জানায়, রাতে আলবার্ট চোলাই মদ পান করে বাড়ি ফেরেন। শ্যালক উৎসব মারাক বাড়িতে এলে উভয়ের মধ্যে মদ পান নিয়ে তর্ক হয়।একপর্যায়ে উৎসব লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে উৎসবকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার