শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। অক্টোবর মাসে মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ সদর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন সদর থানার ওসি বছির আহমেদ বাদল।
জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বছির আহমেদ বাদলকে পুলিশ সুপার কামরুজ্জামান ওসি শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, মো. হান্নান মিয়া, আফরোজা নাজনীনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি বছির আহমেদ বাদল বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় এসপি মো. কামরুজ্জামান স্যারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য,বছির আহমেদ বাদল ২০০৬ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। ২০১৬ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। চলতি বছরের আগস্ট মাসে তিনি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।