রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মগানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।
মঙ্গলবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তফার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসীর ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ। মনোনয়ন পত্র সংগ্রহের আগে জাতীয় পাটির নেতৃবৃন্দ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় ও ইভিএমএ ভোটগ্রহণের শঙ্কা নিয়েও আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
মনোনয়পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন— মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নাজিম, সদস্য মাসুদ নবী মুন্না প্রমুখ। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বচন অনুষ্টিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট ভোকেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।