Top
সর্বশেষ

শেরপুরে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের নাম ফলক উন্মোচন

১৬ নভেম্বর, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
শেরপুরে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের নাম ফলক উন্মোচন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক ও তৎকালের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি প্রয়াত আমজাদ হোসেন স্মরণে পৌরসভার পক্ষ থেকে একটি সড়কের নাম ফলক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে শহরের শীতলপুর মহল্লা মোড় থেকে ঢাকলহাটি মোড় পর্যন্ত এ মুক্তিযোদ্ধা সংগঠক আমজাদ হোসেনের নামে নামকরণের ফলক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন এ নাম ফলকের পর্দা উন্মোচন করেন। ফলকটি গত সেপ্টেম্বর মাসে নির্মান করা হলেও বুধবার তা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয় ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. রহমতুল্লাহ, প্রয়াত আমজাদ হোসেনের স্ত্রী গুলশানারা, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারেজ আলী, ফার্টিলাইজার ডিলার এসোসিয়েশনের সভাপতি রাশেদুজ্জামান তনু, বিশিষ্ট চাল ব্যাবসায়ী গোপাল সাহা, সাবেক চেম্বার পরিচালক এডভোকেট হরিদাস সাহাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার