Top

লিখিকাজী’র কবিতা ‘‘অন্য আকাশ’’

১৬ নভেম্বর, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
লিখিকাজী’র কবিতা ‘‘অন্য আকাশ’’
লিখিকাজী :

তোমার সুন্দর পৃথিবীর নীল আকাশে
আজ ক’দিন একটু একটু করে মেঘ জমছিল,
কখনো একটু রোদ,
আবার বৃষ্টি! আবার রোদ!!

এভাবেই চলছিল মেঘ, বৃষ্টি-
আর রোদেদের লুকোচুরি খেলা!
আমি মানি পৃথিবীটা তোমার!
তবে আকাশটা কিন্তু আমার!
জানতো!?
তুমি যখন আমার আকাশ থেকে
আরেক আকাশে চলে গেছো!
তখন আমার আকাশে-
বিজলি চমকে চমকে-
শুরু হলো বৈরীবাতাস,
ভারী বর্ষণসহ শুরু হলো হারিকেন,
নার্গিস, খাইরুন, তিতলি, তাইফুন,
আম্ফান, মহাসেন, সাইক্লোন আর টর্নেডো!
মুহুর্তে লন্ডভন্ড হয়ে গেল –
পৃথিবীর আকাশপাড়ের সব কিছু।।

সমুদ্র ফুঁসে উঠে শুরু হলো জলোচ্ছাস!
একসময় প্রাণঘাতি এসব তান্ডবে
জ্ঞান হারিয়ে ফেলি,
নিজেকে আবিস্কার করি-
এক মৃত্যুপুরিতে!
কি ভয়ঙ্কর সেই মৃত্যুপুরি
নিজকে নিজেই প্রশ্ন করি-
বেঁচে আছি কি আমি?
হ্যা বেঁচে আছি!

তবে এটাও এক প্রকার মৃত্যু!
তবু অতি ধীরে চোখ মেলে তাকাই
মনে হয় সব অন্ধকার!
আমি কি অন্ধ হয়ে গেছি???
না!

ক্ষীণ আলোয় আবছা আবছা
দেখেছি তোমায়!
আর হাতরে হাতরে
খুঁজে চলেছি অবিরত!
কিন্তু খুঁজে পাইনি, ছুঁতে পারিনি তোমায়!
একটা সময় শ্বাস বন্ধ হয়ে-
বুকের মধ্যে বিভৎস কষ্ট অনুভব করি!
আমার ভীষণভাবে জল তেষ্টা পেয়ে যায়!
কোথাও তো কেউ নেই!!!

কে দেবে এক ফোটা জল???
আমি বেশ জানি,
কখনো পাসপোর্ট ইমিগ্রেশনে-
ডিপার্চার সীল পরার সাথে সাথেই-
ফিরে আসা যায় না!
তেমনি অন্য আকাশ থেকে
আমার হাজার কোটি ডাকেও-
চাইলেই তুমি আসতে পারবেনা-
মেয়াদান্তে এরাইভাল সীল না পরা অবধি!!
তবু হিতাহিত জ্ঞান হারিয়ে-
তোমায় অস্ফুট স্বরে বলি-
খুব চিৎকার করে বলি
শুনছো———-ও?
অনেক কষ্ট হচ্ছে আমার—!
তুমি কি একটিবার আসবে?
একটু জল দিয়ে ভিজিয়ে দেবে
আমার তৃষ্ণার্ত কন্ঠ নালী”?!
আমার সে আর্ত চিৎকার
পৌছায় না তোমার কান অবধি!!

শেয়ার