Top

টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

১৭ নভেম্বর, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন ।

এরপর মওলানা ভাসানীর পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ আরো বিভিন্ন আয়োজন।

শেয়ার