Top

সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

১৭ নভেম্বর, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনের মাঝেই লেনদেন চলছে। বেলা ১১টার দিকে সূচকে ইতিবাচক দিক দেখা গেলেও বাড়ন্ত সময়ে সূচক নিম্নমুখী হচ্ছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

 

বিপি/আজাদ

শেয়ার