Top

৮৯টি শূণ্য পদ নিয়ে চলছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৭ নভেম্বর, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
৮৯টি শূণ্য পদ নিয়ে চলছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে ৫০শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আওতাধীন ২০৮টি পদের মধ্যে শূণ্য পদ রয়েছে ৮৯টি। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, ৫০শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আওতাধীন রয়েছে ৬৪টি স্বাস্থ্য সহকারী পদ। তার মধ্যে শূণ্য রয়েছে ৩১টি পদ। একই অবস্থা স্বাস্থ্য পরিদর্শক পদেও। এতে ৪ টি পদের ৩ টি শূণ্য ।

হাসপাতালে জুনিয়র সার্জারী কনসালট্যান্টে রয়েছে মাত্র একটি পদ। সেটিও এখন শূন্য। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জুনিয়র অর্থবিটিক্স কনসালট্যান্ট, জুনিয়র শিশু কনসালট্যান্ট, জুনিয়র মেডিসিন কনসালট্যান্ট, জুনিয়র চক্ষু কনসালট্যান্ট, প্যাথলজিষ্ট, এ্যানেসথেটিষ্ট, ডেন্টাল সার্জন ও সহকারী সার্জন ৮টি পদের মধ্যে ১টি শুন্য। এ ছাড়া প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, পরিসংখ্যানবিদ, মেডিকেল টেকনিশিয়ান ইসিজি, টিকেট কার্ড আউটসোসিং, অফিস সহায়ক ইউএইচসি, সহকারী বাবুর্চি ও সহকারী বাবুর্চি আউটসোর্সিং পদ গুলো শূণ্য।

এছাড়া এ হাসপাতালের আওতাধীন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনটির মধ্যে দুইটি শূন্য। মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাবের চারটির মধ্যে দুইটি, সাকমো এফডব্লিউসি ৮ টির মধ্যে ৫ টি, ফার্মাসিষ্ট ইউএইচসি ২ টির মধ্যে ১টি , ফার্মাসিষ্ট সাব-সেন্টার ৩ টির মধ্যে ২ টি , সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৩টি পদের মধ্যে ১টি, সিএইচসিপি ৩৪টি পদের মধ্যে ১৪টি, অফিস সহায়ক ইউএইচসি পদে ৪টির মধ্যে ১টি, অফিস সহায়ক সাব-সেন্টারে ৩ টির মধ্যে ২ টি, ওয়ার্ডবয় ৩ টির মধ্যে ১টি, নিরাপত্তা প্রহরী ২ টি পদের মধ্যে ১টি, পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী ৫ টির মধ্যে ২ টি, সিনিয়র ষ্টাফ নার্স ৩০টি পদের মধ্যে ৩ টি ও মিডওয়াফারী সাব-সেন্টারে ৩ টির মধ্যে ২টি শূন্য পদ রয়েছে।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, দুইজন মিলে যেই কাজটা করতো পদ গুলো শূন্য থাকায় সেই কাজটা একজনকে দিয়ে করানো হচ্ছে। তবে শূন্য পদ না থাকলে সাধারণ মানুষকে আরো ভালো সেবা তারা দিতে পারতেন।

শেয়ার