Top

কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ শুরু

১৭ নভেম্বর, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি :

সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য  গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ ডাল ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবি মৌসুমের (২০২২-২৩ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

১৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এসময় প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতাল জুলকার নাইন কবির স্টিভ।

তাছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আব্দুল নূর আলিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষক প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন।তিনি জানান, এ কর্মসূচির আওতায় ৭৭৫০ কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্টা,সরিষা, মুগ, শীতকালীন পেঁয়াজ বীজ দেওয়া হবে ।

অনুষ্ঠান শেষে ৭ হাজার ৭৫০ কৃষক কৃষাণীর মাঝে রাসায়নিক সার বীজ বিতরণ করা হয়।

শেয়ার