Top

মাগুরায় মাস ব্যাপী বানিজ্য মেলার উদ্ভোধন

১৮ নভেম্বর, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
মাগুরায় মাস ব্যাপী বানিজ্য মেলার উদ্ভোধন
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় গতকাল বৃহস্পতিবার থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের এজি একাডেমী মাঠে এ মেলা শুরু হয়েছে। মেলায় দেশী বিদেশী বিভিন্ন পণ্য নিয়ে ১শ ৩ টি স্টল, শিশুদের জন্য বিভিন্ন রাইড ও ঐতিহ্যবাহী সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, মাগুরা চেম্বার অব কর্মাস এর সভাপতি নাজমুল হক লাভলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম) মো. কলিমুল্লাহ, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ অন্যরা।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার