Top
সর্বশেষ

খাসোগি হত্যা থেকে দায়মুক্তি পেল যুবরাজ সালমান

১৮ নভেম্বর, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
খাসোগি হত্যা থেকে দায়মুক্তি পেল যুবরাজ সালমান
আন্তর্জাতি ডেস্ক :

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মোহাম্মদ বিন সালমান দায়মুক্তির যোগ্য- এমন বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের।

ওয়াশিংটনের আদালতে জামাল খাগোসি হত্যা নিয়ে চলমান মামলায় অভিযুক্তদের তালিকা থেকে প্রিন্স সালমানের নাম বাদ দেওয়া হবে।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় খাসোগিকে। এজেন্টদের দিয়ে এই হত্যা স্বয়ং সৌদি যুবরাজ করিয়েছেন বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা।

এদিকে হত্যা থেকে সৌদি যুবরাজকে দায়মুক্তির খবরে জামাল খাসোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস টুইটারে লিখেছেন- ‘আজ জামালের আবারো মৃত্যু হলো!’

তিনি টুইটারে লিখেছেন- আমরা ভেবেছিলাম হয়তো যুক্তরাষ্ট্র থেকে ন্যায়বিচারের একটি আলো আসবে, কিন্তু আবারো অর্থেরই জয় হলো। জামাল এ বিশ্বকে জানে না এবং আমি…!’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র লিখিত বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইনের দীর্ঘস্থায়ী এবং সুপ্রতিষ্ঠিত নীতির অধীনে স্টেট ডিপার্টমেন্ট এ আইনগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, জামাল খাগোসি সৌদি আরবের শাসকগোষ্ঠীর তীব্র সমালোচক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে আরবের শাসকগোষ্ঠী নিয়ে কলাম লিখতেন।

শেয়ার