Top
সর্বশেষ

হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

২০ নভেম্বর, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
হাসপাতালের বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী নামে এক রোগী আত্মহত্যা করেছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই রোগী নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার থেকে শ্বাস কষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন মধু চক্রবর্তী।পেশায় তিনি ধান-চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে ঝগড়া করে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে তিনি লাফ দেন। পরে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে দ্রুত জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মো. খায়রুল কবীর সুমন বলেন, আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন স্বামী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে স্বামী আত্মহত্যা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শেয়ার