Top

সূচকের বড় পতনে কমেছে লেনদেন

২০ নভেম্বর, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
সূচকের বড় পতনে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২০ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২০ কোম্পানির। দরপতন হয়েছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

এদিন মোট ৪২২ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকা। হিসেব অনুযায়ী, আজ ডিএসইতে ১২৯ কোটি ২৪ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে।

 

বিপি/আজাদ

শেয়ার