Top
সর্বশেষ

নেত্রকোনায় আমনের ধানের বাম্পার ফলন

২০ নভেম্বর, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
নেত্রকোনায় আমনের ধানের বাম্পার ফলন
নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় আগাম জাতের রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগাম জাতের ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ফসলি ক্ষেত। বাতাসে ঢেউ তুলছে সোনালী ধানের শীষ। ধান কাটা-মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে ধানকাটার শ্রমিকদেরও । নেত্রকোণা দেশের কয়েকটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও ধান উদ্বৃত্ত জেলার মধ্যে অন্যতম।

জেলার বিভিন্ন এলাকা কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে আমন চারা লাগাতে কিছুটা বিলম্ব হলেও পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকা,ও উল্লেখ যোগ্য সার সংকট না হওয়ার কারণে ভালো ফলনের আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। এ ছাড়াও সংসারের খোরাকী, গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষীরা।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মওসুমে জেলায় এক লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবাদ হয়েছে এক লাখ ৩৩ হাজার ৭৫ হেক্টর জমি। এই পরিমাণ জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৬২ হাজার ৫ শত ৯৬ মেট্রিক টন।

নেত্রকোণা সদরের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, আগাম জাতের হাইব্রীড ধান কাটা শুরু করে দিয়েছে কৃষকরা। এসব ধানের ফলনও ভাল পাচ্ছেন।

জেলার আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কৃষক হুমায়ুন কবীর জানান, আগাম ধান প্রতি কাঠায় ৩- ৪ মণ করে ফলন পাচ্ছেন। প্রতি মন ধান ১০৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে তারা খুশি। তবে কৃষকদের দাবি, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম যে ভাবে বাড়ছে, সেই অনুপাতে ধানের দাম বাড়ানো উচিত।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আগাম জাতের আমন ধান কেটে ওই জমিতে বাড়তি ফসল হিসাবে আবার সরিষা চাষ, আলু, বেগুনসহ শীতকালীন সবজি আবাদ করতে পারবে কৃষকরা। যা পরবর্তী সময়ে বোরো ধান চাষের অর্থের জোগান হয় কৃষকের। তাই প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধানের চাষ।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান, জেলায় আমনের চাষ ভাল হয়েছে। আগাম জাতের ধান কেটে একই জমিতে সরিষা, আলু ও শাক সবজি চাষ করায় কৃষকদের জন্য ভাল হবে। আবার সরিষা ও শাক-সবজির আবাদ ঘরে উঠিয়ে একই জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা যাবে।

 

শেয়ার