গত কয়েকদিন ধরে একটি বোর্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বোর্ডটির নাম জেআরসি বোর্ড। প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামের সংক্ষিপ্ত রূপ জেআরসি। প্রযুক্তি জগতে জামিলুর রেজা চৌধুরীকে সবাই ডাকত জেআরসি স্যার নামে। এই ক্ষণজন্মা পুরুষের প্রয়ানের পর তাঁর স্মৃতিকে ধরে রাখতে নানানভাবে প্রচেষ্টা চালায় তাঁর গুণমুগ্ধ ভক্তরা। প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এগিয়ে আসে। তারা জেআরসি বোর্ড নামে একটি ডেভেলপমেন্ট বোর্ড তৈরির প্রস্তাব উপস্থাপন করলে জেআরসি স্যারের পরিবারের সম্মতি মেলে। সম্মতি পেয়েই কাজে লেগে যায় সিএসএল।
ইতোমধ্যে ওয়ান ডলার বোর্ডের সফল প্রজেক্টের পরে কিছু ব্যাপারে আরও আপগ্রেডের প্রয়োজন অনুভূত হয়। বেসিক রোবটিক্স এবং IoT প্রজেক্টের জন্য সেই বোর্ড যথাযথ সাপোর্ট করলেও তা খুব একটা শক্তিশালি ছিলোনা। যার ফলে সেটি দিয়ে কোন কার্যকরী প্রজেক্ট বানাতে কিছুটা সমস্যায় পড়তে হতো। তখন পরিকল্পনা হয় পুরো সিস্টেম টা ঢেলে সাজিয়ে নতুন আরও উন্নত মাইক্রোকন্ট্রোলার বোর্ড তৈরি করার জন্য। তারই ফলশ্রুতিতে চলে আসে JRC Board। ESP-32 ভিত্তিক এই মাইক্রোকন্ট্রোলার বোর্ড পূর্বের তুলনায় বহুগুণ শক্তিশালী। যা শিল্পবিপ্লব ৪.০ মোকাবিলায় প্রস্তুত। অধিক প্রসেসিং পাওয়ার, অধিক র্যাম ও রম থাকায় এই বোর্ডকে আরও বড় প্রজেক্টে ব্যবহার করা সম্ভব। এতে রয়েছে বিল্ট ইন ওয়্যারলেস কানেক্টিভিটি সিস্টেম যার ফলে এটির আকার আগের মতোই পকেট সাইজে রয়েছে এবং একই সাথে এতে বহুধরণের IoT প্রজেক্ট তৈরি করা এখন আরও সহজ। এর ডিজাইন এর কারণে বহু শিল্ড এতে সহজেই ব্যবহার করা যায়। মোট কথায়, ছোট-বড় সকল ধরণের রোবটিক্স প্রজেক্ট তৈরিতে সহায়তা করে ভবিষ্যত প্রজন্মকে আরও উন্নত টেকনোলজির দিকে এগিয়ে নিতে JRC Board কাজ করছে।
করোনার গতি কিছুটা স্লথ হওয়ার পর জেআরসি বোর্ড দিয়ে ঢাকায় হ্যাকাথন উৎসব হয়ে যায়। এতে জেআরসি বোর্ডের সক্ষমতা প্রমাণ হয়ে যায়। এরপরেএই বোর্ড ব্যবহার করে ছোট-বড় কাজ হতে থাকে। সফলতা আসতে থাকে আর আস্থাও তৈরি হয়। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ গ্রহণের আগে ন্যাশনাল-এ ব্যবহার হয় এই বোর্ড। বোর্ডর পারফরম্যান্স দেথে মুগ্ধ প্রতিযোগীরা। দ্বিগুণ উচ্ছ্বাসে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়ার জন্য প্রস্তুত হতে থাকে প্রতিয়োগীরা। সারাবিশ্বের ৭৩ টি দেশের ৩৭৫টি দলের এক হাজার তিনশ’ প্রতিযোগী এত অংশ নেয়। আটটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগীতায় বাংলাদেশ দুটি বিভাগে অংশ নেয়।
জেআরসি বোর্ড ব্যবহার করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ফিউচার ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে বাংলাদেশের টিম লেজি গো। আর ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে অস্টম হয়েছে টিম রোবোনয়িাম বাংলাদেশ। বাংলাদেশি একটি বোর্ডের এই সাফল্য আশার আলো দেখাচ্ছে প্রযুক্তিপ্রেমিদের।