Top
সর্বশেষ

৫২ শতাংশ মুনাফা কমেছে তৃতীয় প্রান্তিকে

২২ নভেম্বর, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
৫২ শতাংশ মুনাফা কমেছে তৃতীয় প্রান্তিকে
নিজস্ব প্রতিবেদক :

গ্রাহকদের দুর্বল চাহিদার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুনাফা কমেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খুচরা বিপণন প্রতিষ্ঠান টার্গেটের মুনাফা কমেছে ৫২ শতাংশ। ধরা হয়, মূল্যস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তারা অতিপ্রয়োজনীয় নয় এমন কেনাকাটায় লাগাম টেনেছে। ফলে বিপণন সংকটে সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসভিত্তিক খুচরা বিপণন প্রতিষ্ঠানটি। এদিকে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) খুচরা বিক্রি এবং মুনাফা আগের অবস্থানে ফিরিয়ে আনতে টার্গেট সর্বোচ্চ চেষ্টায় রয়েছে।

খুচরা বিপণন প্রতিষ্ঠানটি জানায়, পণ্য কেনার বিপরীতে বিক্রয়ে এখন বেশি মনোযোগ দিচ্ছে টার্গেট। পাশাপাশি ব্যয় কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। মুনাফা কমার পাশাপাশি টার্গেটের শেয়ারদর ১১ শতাংশ কমেছে। শুধু টার্গেট নয় অন্যান্য খুচরা বিপণন প্রতিষ্ঠান মেসি’স এবং কোহল’সের শেয়ারদর ৮ শতাংশ করে কমেছে। নর্ডস্ট্রমের শেয়ারদর কমেছে ১০ শতাংশ।

টার্গেট জানায়, আগামী তিন বছরে ব্যয় কমানোর মাধ্যমে ২০০ থেকে ৩০০ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্য রয়েছে। ব্যয় কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাই এবং নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্র সরকার এক প্রতিবেদনে জানায়, অক্টোবরে খুচরা বিক্রয় সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে দেশটিতে গাড়ি বিক্রি এবং গ্যাসের উচ্চমূল্যের কারণে খুচরা বিক্রি বেড়েছে। সেপ্টেম্বরের শেষে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ইয়ানের কারণে ৭০ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্টোবরে গাড়ির দাম ঊর্ধ্বমুখী থাকার বিষয়টি খুচরা বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে। আবার একই সময়ে অটো ও গ্যাস ব্যতীত খুচরা ব্যয় দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সামগ্রিকভাবে আমেরিকান ভোক্তারা এ ছুটির মৌসুমে খরচ কমানোর চেষ্টায় রয়েছে। সস্তা দ্রব্য ক্রয়ের মাধ্যমে তারা সাশ্রয়ী হতে চাইছেন। একই সঙ্গে দেশটিতে বিদ্যমান খুচরা বিপণন প্রতিষ্ঠানগুলো সঞ্চয় বাড়াতে কাজ করছে। এর আগে ওয়ালমার্ট এক প্রতিবেদনে জানায়, প্রত্যাশার চেয়ে সংস্থাটির আয় বেড়েছে। গত মাসে ওয়ালমার্টের মোট আয়ের ৫০ শতাংশের বেশি এসেছে মুদি ব্যবসা থেকে। যেখানে টার্গেটের এ হার ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাব সব খাতে বিরাজ করায় পরিবারগুলো সর্বপ্রথমে খাদ্য ও বাসস্থানের জন্য অর্থ বরাদ্দ করছে।

শেয়ার