Top

ছাত্রলীগের ৩০তম সম্মেলনে শীর্ষ পদে আলোচনায় ঐতিহ্য

২৫ নভেম্বর, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
ছাত্রলীগের ৩০তম সম্মেলনে শীর্ষ পদে আলোচনায় ঐতিহ্য

দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামাঞ্চল হতে উঠে এসে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি পদের জন্য প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক সদস্য মোঃ রকিবুল ইসলাম ঐতিহ্য।

আগামী ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নিয়মিত যোগাযোগ রাখছেন এই নেতা।

রকিবুল ইসলাম ঐতিহ্য ছিলেন একাধারে ঢাবির এসএম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন অমৃতসূর্যের আহ্বায়ক এবং কনসার্ট ফর উষ্ণতার প্রধান আয়োজক ছিলেন।

 

শেয়ার