চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি ৪৫ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে আটক করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন উদ্বার করে র্যাব সদস্যরা।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার হুজরাপুর এলাকার মৃত মন্টু লাল চৌধুরীর ছেলে প্রশান্ত লাল চৌধুরী (২৫)। সদর উপজেলার কিচনীদহা গ্রাম থেকে এসব হেরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার কিচনী দোহা গ্রামের নাসিরের লেদ মেশিন ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে হাতেনাতে আটক করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ছাড়াও র্যাব একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ৩ হাজার টাকা জব্দ করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, হেরোইনগুলো সদর উপজেলার চরবাগডাংগা এলাকা হতে সংগ্রহ করে ইজি বাইকে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে হস্তান্তরের করছিল। তার আগেই র্যাব সদস্যরা তাকে আটক করে
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এছাড়াও র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।