Top

সুনামগঞ্জে প্রয়াত শিক্ষক ফারুক আহমদ স্মরণে সভা ও দোয়া-মাহফিল

২৬ নভেম্বর, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষক ফারুক আহমদ স্মরণে সভা ও দোয়া-মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি :

ওসুনামগঞ্জে সদ্য প্রয়াত শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম ফারুক আহমদের অকাল প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা।

শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অর্ফিসার মো.জাহাঙ্গীর আলম। রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.ফারুক আহমদের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের ছাতক উপজেলা সভাপতি মো.আশিকুর রহমান, সাধারণ সম্পাদক রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মো.আব্দুল গফুর খান, প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা মো.আলী নুর, প্রভাষক মশিউর
রহমান, প্রভাষক দুলাল মিয় প্রমুখ।

বক্তারা বলেন, সদ্য প্রয়াত সিনিয়র শিক্ষক ফারুক আহমেদ ছিলেন আপাদমস্তক একজন সাদা মনের মানুষ এবং একজন প্রতিবাদী লোক। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হতেন না। কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে তিনি তাৎক্ষনিক প্রতিবাদ করতেন। বক্তারা বলেন, মহান আল্লাহ যেন তাঁকে
জান্নাতবাসী করেন আমরা এই দোয়াই করি। সব শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মো. আনোয়ার হোসেন।

শেয়ার