Top

টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

২৬ নভেম্বর, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের আম বাগানে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।

যুবকটি আত্মহত্যা করছে, নাকি কেউ হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে

শেয়ার