Top
সর্বশেষ

আসুন গর্ব করে ঘোষণা করি, আমরা নারীবাদী : গুতেরেস

২৬ নভেম্বর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
আসুন গর্ব করে ঘোষণা করি, আমরা নারীবাদী : গুতেরেস
আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০২৬ সালের মধ্যে নারী অধিকার সংগঠন এবং আন্দোলনে তহবিল ৫০ শতাংশ বৃদ্ধি করতে সরকারগুলোকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বিশ্বের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন।’

শনিবার নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় গুতেরেস এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ‘আসুন আমরা নারীর অধিকারের পক্ষে অবস্থান নিই এবং আওয়াজ তুলি। আসুন, সাহসের সঙ্গে ঘোষণা করি—আমরা নারীবাদী।’

গুতেরেস আরও বলেছেন, প্রতি ১১ মিনিটে একজন নারী বা মেয়ে জীবনসঙ্গী বা পরিবারের সদস্য দ্বারা হত্যার শিকার হন। আমরা জানি, কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক অস্থিরতা পর্যন্ত অন্যান্য চাপগুলো অনিবার্যভাবে আরও বেশি শারীরিক এবং মৌখিক নির্যাতনের দিকে নিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নারী ও মেয়েরা যৌন হয়রানি, ছবির অপব্যবহার এবং অনলাইন সহিংসতার শিকার হয়।’

জাতিসংঘের প্রধান বলেছেন, ‘এই বৈষম্য, সহিংসতা এবং অপব্যবহার একটি বড় মূল্য দিয়ে আসছে মানবজাতির অর্ধেক অংশ। এটি জীবনের সকল ক্ষেত্রে নারী এবং মেয়েদের অংশগ্রহণকে সীমিত করে। তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে অস্বীকার করে এবং আমাদের বিশ্বের প্রয়োজন সমান অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টেকসই বৃদ্ধিকে বাধা দেয়।’ তিনি বলেন, ‘এখন রূপান্তরমূলক পদক্ষেপের সময় এসেছে, যা নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করে।’ তিনি বলেন, ‘এর অর্থ, আইনগুলোর প্রয়োগ নিশ্চিত করা ও সম্মান করা হয়, যাতে বেঁচে থাকতে মানুষ তাদের ন্যায়বিচারের অধিকার এবং সমর্থন সমুন্নত দেখতে পান।’

জাতিসংঘ প্রধান আরও বলেন, ‘এর অর্থ হলো এমন গণপ্রচারাভিযানকে সমর্থন করা, যা পিতৃতান্ত্রিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করে এবং দৈন্যতা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে।’

শেয়ার