Top

ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় বাবা-মা ও মেয়ে নিহত

২৭ নভেম্বর, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় বাবা-মা ও মেয়ে নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের হরিহরপুর এলাকায় হানিফ কোচের ধাক্কায় বাবা, মা ও মেয়ে তিন জন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মথুরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম ( ৪৫) তাদের মেয়ে মেহের নেগার সিমিকে (১৪) মোটর সাইকেলে করে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। মেহের নেগার সিমির আজ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ছিল। বালিয়াডাঙ্গী হতে ঢাকা গামী হানিফ কোচ হরিহরপুর এলাকায় তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা হাসিনা বেগম মারা যান।

আহত বাবা মাসুদুর রহমান ও মাদ্রাসা ছাত্রী মেহের নেগার সিমিকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে আহত দুজনও মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানার ওসি কামাল হোসেন তিন জন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, হানিফ কোচটিকে আটক করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই কোচসহ চালককে আটক করা হবে।

শেয়ার