Top

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী

২৭ নভেম্বর, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী
ঠাকুরগাঁও প্রতিনিধি :

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০ প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় পৌর শহরের জজ কোর্ট চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে জেলা জেএসডি’র সহ সভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক শুভ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, মাজেদুর রহমান, প্রচার সম্পাদক মনসুর আহমেদ, রহমত আরিফ, আনোয়ার হোসেন, মশিউর রহমান, তোহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।

পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেও কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।

শেয়ার