Top

ইসি দলীয়করণের স্বীকার: ড. বদিউল আলম মজুমদার

২৭ নভেম্বর, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
ইসি দলীয়করণের স্বীকার: ড. বদিউল আলম মজুমদার
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১১টি জাতীয় নির্বাচন হয়েছে তার মধ্যে ৪টি হয়েছে দলীয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই চারটি নির্বাচন দেশি বিদেশের পর্যবেক্ষকদের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাকি ৭ টি নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিস্তর কারচুপির অভিযোগ রয়েছে।

বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন দিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে আইশৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনীর মতো আচরণ করেন। এমনকি নির্বাচন কমিশনও দলীয়করণের স্বীকার হয়। একারণে তারা নির্বাচনের সময় দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ করে না। দেশে এমন একটা সরকার দরকার যারা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রোববার বিকেলে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেবল অর্থনৈতিক সংস্কার নয়, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সংস্কার বিষয়ে নাগরিক সংলাপে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন ।

নাগরিক সংলাপে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আইএমএফ এর ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ এর ঋণ খুব বেশি পরিমাণ ঋণ নয়। মাত্র ৪ বিলিয়ন ডলার। দেশের মানুষের জন্য আরও বেশি ঋণের প্রয়োজন। ডলার সংকট দূর করার জন্য আমাদের আরও বেশি ঋণের প্রয়োজন। নিত্যপণ্য ও জ¦ালানি তেলের ঘাটতি পূরনের জন্য আমাদের আরও বেশি পরিমাণে অর্থের দরকার। দেশের চলমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফিতি প্রসঙ্গে তিনি বলেন, এদেশের অর্থনৈতিক খাতে দুর্নীতি দুবৃত্তায়ন লুটপাট বন্ধ করতে হবে। দেশের ব্যাংক গুলো লুটপাটের স্বীকার হয়েছে।

দেশের অর্থনৈতি সঠিক পথে আনতে হলে লুটপাট বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। টাকা পাচার বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে দেশের ফুটা কলসির ছিদ্র বন্ধ করা হবে। এটি করতে পারলে আমরা ভালো অবস্থানে যাবো। এসময় উপস্থিত সুজনের জেলা শাখার সাধারণ

সম্পাদক ফজলুল করিম সাঈদ, আলী হায়দার, সাবেক অধ্যক্ষ মহিবুল ইসলাম, রাধিকা রঞ্জন তালুকদার, মিছবাহ উদ্দিন, জালাল উদ্দিন, ফারুক আহমদ, কানিজ সুলতানা।

শেয়ার