মোট ৫৫টি প্রতিষ্ঠানকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১’ দেবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এবার মোট ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। প্রতি ক্যাটাগরিতে তিনটি করে (গোল্ড, সিলভার, ব্রোঞ্জ) পুরস্কার থাকবে।
সোমবার (২৮নভেম্বর) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানি মিলে ১৬৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ২৮ ধরনের মানদণ্ডে ১৭ ক্যাটাগরিতে মোট ৫৫ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।
আগামী ১ ডিসেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসিমউদ্দিন।
জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে ছিলেন রুহুল আমিন ও জামাল উদ্দিন।
এ সময় সংবাদ সম্মেলনে আইসিএমএবি প্রেসিডেন্ট মামুনুর রশিদ, ইনস্টিটিউটের সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আলী হায়দার চৌধুরী এবং সাফা উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিপি/আজাদ