Top
সর্বশেষ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮৯.০২ শতাংশ

২৮ নভেম্বর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮৯.০২ শতাংশ
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। সোমবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে ১ হাজার ৩৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৯৫২ জন, এর মধ্যে উর্ত্তীর্ন হয়েছে ৯৭ হাজার ৮৮২ জন। ছাত্র ৪৯ হাজার ৫৭৭ জন, পাশের হার ৮৯ দশমিক ৯। ছাত্রী পাস করেছে ৪৮ হাজার ৩০৫ জন, পাসের হার ৯৮ দশমিক ৯৫। ৬৪টি প্রতিষ্ঠানে শতভাগ কৃতকার্য হয়েছে। এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ৭৬৮ জন ছেলে ও ৮ হাজার ৪৪৮ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান শাখায় পাশের হার ৯৮ দশমিক ১৮ শতাংশ, মানবিক শাখা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯০ দশমিক ৪৪ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলায় পাসের হার নেত্রকোনায় ৮৮ দশমিক ৫৯ শতাংশ, জামালপুর ৮৯ দশমিক ৫২ শতাংশ, ময়মনসিংহ ৮৮ দশমিক ৯০ শতাংশ ও শেরপুরে ৮৯ দশমিক ১৪ শতাংশ।

শেয়ার