Top
সর্বশেষ

চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

২৯ নভেম্বর, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ফুটবল বিতর্কে বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী (১৬) নামে ১০ম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বরকত (২০) কে এলাকাবাসীর সহায়তা আটক করে পুলিশ।

২৮ নভেম্বর (সোমবার) রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদীর পিতা সবজী ব্যবসায়ী হেলাল বেপারী জানান, দু’দিন আগে রাতে মেহেদী আর্জেন্টিনার খেলা দেখছিল। সে রাতে খেলা নিয়ে বিতর্কে একই এলাকার বরকত তার ছেলেকে মারধর করে।

এরপর সোমবার সন্ধ্যায় মেহেদীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাথারী বুকে আঘাত করে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।

পরে এলাকাবাসী মেহেদী (১৬) কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

এদিকে, এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বরকতকে আটক করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বিপি/আজাদ

শেয়ার