Top

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

২৯ নভেম্বর, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানীপাড়া গ্রামের শ্রাবন্তী রাণী (১৫) বিষ পান করে আত্মহত্যা করেছে।

সোমবার বিকেলে শ্রাবন্তী আত্মহত্যা করে। সে ঐ গ্রামের রমেশ চন্দ্রের মেয়ে। সে এবার মথুরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, এসএসসি পরীক্ষার ফলাফল জানার পর শ্রাবন্তীর পরিবার তাকে বকাঝকা করে। এতে সে সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে।

সদর থানার ওসি কামাল হোসেন আত্মহত্যার খবরটি নিশ্চিত করেছেন।

শেয়ার