Top

মাগুরায় টেকসই তুলা উন্নয়ন বিষয়ে মাঠ দিবস

২৯ নভেম্বর, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
মাগুরায় টেকসই তুলা উন্নয়ন বিষয়ে মাঠ দিবস
মাগুরা প্রতিনিধি :

তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের সহযোগিতায় টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের আওতায় হাট ফাজিলপুর কটন ইউনিটের উদ্যোগে ও এম,এস,এস এর বাস্তবায়নে কৃষক মাঠ দিবস  আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি,এম,এস,এস- পি এস সি পি’র যশোর অঞ্চলের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন আহমেদ।

হাট ফাজিলপুর কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দারের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট ফাজিলপুর কটন ইউনিটের সাবেক অফিসার মোঃ আশরাফুল ইসলাম। টি,এম,এস,এস-পি এস সি পি’র ফিল্ড এক্সিকিউটিভ মোঃ সোহেল রানার সঞ্চালনায় ও প্রাইমার্কের অর্থায়নে এ সময় আরো উপস্থিত ছিলে- পি এস সি পি’র ফিল্ড কো-এক্সিকিউটিভ মোঃ মোস্তফা কামাল।

উক্ত কৃষক মাঠ দিবস হাট ফাজিলপুর এলাকার ১০০ জন কুষক কৃষাণী উপস্থিত ছিলেন।

শেয়ার