Top

শ্রীপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

০১ ডিসেম্বর, ২০২২ ১:০৪ অপরাহ্ণ
শ্রীপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্য জব্বারুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে আট ঘটিকার সময় উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা মোড় এলাকায় এস আই নয়ন বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা টার্মিনাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনে তল্লাশি চালিয়ে মোঃ আলমগীর প্রধান (২৭) নামে এক যাত্রীর কাছে থাকা ট্রাভেলিং ব্যাগ চেক করে তার ভিতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এবং আলমগীর কে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় সোপর্দ করে।

আটককৃত ফেনসিডিল পাচারকারী আসামী মোঃ আলমগীর প্রধান মুন্সীগন্জ সদর থানার খাসকান্দি গ্রামের মোঃ জামাল প্রধানের পুত্র।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান ধৃত মাদক কারবারিকে মাগুরা কোর্টে সপর্দ্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার