‘‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আজ মাগুরায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা সিভিল সার্জন অফিস এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান এর নেতৃত্বে মাগুরা সিভিল সার্জন অফিস প্রাঙ্গন হতে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার অফিস প্রাঙ্গনে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, ডা. জিল্লুর রহমান, ডা. নাদিরা ইয়াচমিন মিতু, ডা. সারলিনা ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগন বলেন, এইডস সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে ও সচেতন হতে হবে এবং আমাদের সকলের প্রচেষ্ঠায় এইডস মুক্ত দেশ গড়তে হবে।