Top

খানসামায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি

০১ ডিসেম্বর, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
খানসামায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

“সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ, বাংলার পাট বিশ্ব মত ” এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে ৫০ জন প্রান্তিক পাট চাষী কে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ পাটচাষীগণ।

শেয়ার