Top

নবীনদের আগমনে মুখরিত শুদ্ধস্বর কবিতা মঞ্চ

০১ ডিসেম্বর, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
নবীনদের আগমনে মুখরিত শুদ্ধস্বর কবিতা মঞ্চ
তিতুমীর কলেজ প্রতিনিধি :

শুদ্ধস্বর কবিতা মঞ্চ’ রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অন্যতম পরিচিত সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) শহীদ বরকত মিলনায়তনে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো.মহিউদ্দিন।

অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আজকে যারা নবীন, শুদ্ধস্বর কবিতা মঞ্চের সাথে যুক্ত হয়েছ সকলের প্রতি অভিনন্দন। শুদ্ধস্বর কবিতা মঞ্চের আজকের এ নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত আছেন শুদ্ধস্বর কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নাছিমা আক্তার চৌধুরী যার হাত ধরে শুদ্ধস্বর কবিতা মঞ্চ সমৃদ্ধ একটা ক্লাবে রুপান্তর হয়েছে । যার মধ্যে আগ্রহ থাকে আবৃত্তি করে , গান গায়, নৃত্য পরিবেশন করে এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তারা শুদ্ধস্বর কবিতা মঞ্চের মতো সংগঠন মাধ্যামে নিজের গুন তুলে ধরে। শুদ্ধস্বর কবিতা মঞ্চ চমৎকার একটি সংগঠন তাদের পরিবেশনা কার্যক্রম আমাকে আশান্বিত করে। পড়াশোনার পাশাপাশি শুদ্ধস্বর কবিতা মঞ্চে যুক্ত থাকবে,পড়াশোনা বাদ দিয়ে আসবেনা। এটা হলো অতিরিক্ত পাঠ্যক্রম, প্রথমে পাঠ্যক্রম পরে অতিরিক্ত পাঠ্যক্রম। শুদ্ধস্বর কবিতা মঞ্চ যাতে আমাদের কলেজে সন্মান বৃদ্ধি করে এ কামনা করছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

সভাপতি অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা,এর সাথে আমরা শিক্ষাবৃত্তি যার যেটা ভালো লাগবে সেটা করব। কেউ নাচ/নাটক করব, কেউ গান গায়ব, আবৃত্তি করব খেলব।আমরা মননশীলতার চর্চা করি এবং সে উদ্দেশ্যই তিতুমীর কলেজে এখন অনেক গুলো সংগঠন রয়েছে। প্রথম থেকেই এ আদর্শ কে সামনে রেখেই শুদ্ধস্বর কবিতা মঞ্চের যাত্রা শুরু করেছিলাম।আমাদের উদ্দেশ্য ছিল শুধু পড়াশোনা করলে একজন শিক্ষার্থী পরিপূর্ণ বিকশিত হতে পারে না। প্রতিটি শিক্ষার্থী ফুলের কলির মতো। ফুলের কলি যেমন ধীরে ধীরে পাপড়ি মেলে দেয়, তেমনি আমাদের শিক্ষার্থীদের কে গড়ে তুলব।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু,তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল,সহ শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন প্রবীণ সদস্যবৃন্দ।

শেয়ার