Top

সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৪ ডিসেম্বর

০১ ডিসেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৪ ডিসেম্বর
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে প্রেসক্লাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার। এ সময় তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আগামী ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়পত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা প্রদান, ৭ ও ৮ ডিসেম্বর, বাছাই ১১ডিসেম্বর,প্রত্যাহার ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রকাশ ১৩ ডিসেম্বর। তিনি আরও জানান,প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন। ভোটের দিন প্রার্থীরা ভোট কক্ষে ভোট প্রদান ছাড়া প্রবেশ করতে পারবেন না। এবং ভোটাররা পছন্দসই প্রার্থীকে ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন। আশাবাদী সবার সহযোগীতা পেলে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কর্মকর্তা প্রভাষক দুলাল মিয়া, প্রেসক্লাবের সভাপতি শামছুন্নাহার বেগম রব্বানী শাহানা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

শেয়ার